আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের

সিলেটের সময় ডেস্ক :

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা অভিযোগ করে এর প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আজ বুধবার দুপুরে বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।

 

ঘোষণা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব আদালত বর্জন করবেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এ বিভাগের অন্যান্য