বন্যা পূর্বাভাস ও বন্যা পরবর্তী কার্যক্রম নিয়ে সভা
সিলেটের সময় ডেস্ক :
বন্যার পূর্বাভাস ও বন্যা পরবর্তী কার্যক্রম নিয়ে করনীয় বিষয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ ডিসেম্বর)সকালে উপজেলা ডিজিটাল কর্নফারেন্স হলরুমে ফুড এন্ড এগ্রিকালচার অরগানাজেশন ইউনাইটেড ন্যাশনস এর আয়োজনে ও উপজেলা পিআইও অফিসের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি।
উপজেলার প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,ন্যাশনাল কনসালটেন্ট এফএও ডাঃ অনিল কুমার দাস, জুনিয়র প্রজেক্ট স্পেশালিষ্ট(ওএসআরও) মোঃ সালাহ উদ্দিন,তাহিরপুর উপজেলা পিআইও মোঃ মহিবুল ইসলাম,উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার,উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। এসময় সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন। ন্যাশনাল কনসালটেন্ট এফএও ডাঃ অনিল কুমার দাস জানান,বন্যা হবার তিন দিন আগেই পূর্বাভাস জানানো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই লক্ষ্যে আমাদের কে করনীয় বিষয়ে গুরুত্ব সহকারে সচেতনতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধি ও সচেতন মহলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে তাহলে ক্ষয় ক্ষতির পরিমান কমে আসবে।