আট স্থানে হামলা, ভাঙচুর গুলি, আহত ১৩
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে নৌকার নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর, পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের দোকান ভাঙচুর, ফরিদপুরে নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। মোট আট স্থানে ১৩ জন আহত হয়েছেন। এদিকে জামালপুরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সকালে পৌর শহরের পিয়ারপুর মোড়ে নৌকার পক্ষে প্রচারণা এবং নির্বাচন বয়কটের পক্ষে প্রচারপত্র বিলির সময় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও গুলির খোসা জব্দ করেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে গত সোমবার সন্ধ্যায় ও রাতে নৌকার প্রার্থী মো. মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সরিষাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক এবং ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে রাত ৯টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। হামলায় ঈগল প্রতীকের সমর্থক কফিল উদ্দিন, রুকন, রুবেল ও দেলকুশ আহত হন। আহতরা সবাই সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ও র্যাবের একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরিষাবাড়ী থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থানায় করা মামলার প্রধান আসামি এমডি রানা সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। নৌকা প্রতীকের পক্ষে অভিযোগ নিয়ে কেউ থানায় মামলা করতে আসেননি। অভিযোগ দিলে আমলে নেওয়া হবে।
এদিকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান এমপির প্রধান নির্বাচনী এজেন্ট পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রথম আলোর সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠছে। হামলা-ভাঙচুরের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তাঁর ওপর হামলা করা হয় বলে জানান শফিকুল। পরে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
জানতে চাইলে সাখাওয়াত আলম মুকুল বলেন, ‘ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলার ঘটনার সময় শফিকুল ইসলাম তথ্য সংগ্রহের নামে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকের মতো কথাবার্তা বলছিলেন। এ নিয়ে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু তাঁকে আমি হুমকি দিইনি। তাঁর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে নৌকার নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আবুল হোসেন দিপুর বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় লামকাইন নতুনবাজারে এই ঘটনা ঘটে। হামলাকারীদের দায়ের আঘাতে রাজিব মিয়া নামের এক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।
বক্তব্য জানতে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন দিপুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।’
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ ওয়াহেদের (ট্রাক) নির্বাচনী ক্যাম্প তছনছ করার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে চান্দের বাজারে এই ঘটনা ঘটে।
গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের (ঈগল) সমর্থক মো. সাব্বির সর্দারের দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ছোনখোল গ্রামের শরিফবাড়ি স্ট্যান্ড বাজারে।
ফরিদপুর : ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নে হামলায় দুজন আহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কামরুল মোল্লা (৪৩) ও সেলিম শেখ (৪০)।
আহতরা জানান, নৌকার প্রচারপত্র বিলি করার সময় একটি মাইক্রোবাস দেখে তাঁরা নৌকা বলে স্লোগান দেন। মাইক্রোবাসের পেছনে কয়েকটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক ছিলেন। তাঁরা হঠাৎ তাঁদের (আহতদের) মারধর শুরু করেন। আশপাশের মানুষ দুজনকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে নৌকার সমর্থকরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার পারকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) হালিমুল হক মিরু।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার গাছবাড়ী এলাকায়। এ ঘটনায় রাতেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে শরিফ আল মামুন বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ আল মামুনসহ কয়েকজন রাত ৮টার দিকে গাছবাড়ী এলাকায় ট্রাকের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় নৌকার সমর্থক ফারুক হোসেন, নাজিম উদ্দিন, জি এমসহ ১৫ থেকে ২০ জন দেশি অস্ত্র নিয়ে হামলা করেন। আহতদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে চলে যান হামলাকারীরা।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন জামালপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, ঈশ্বরদী (পাবনা), গফরগাঁও ও ভালুকা (ময়মনসিংহ), গলাচিপা (পটুয়াখালী) ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি]