রাজীব-জহিরসহ বিএনপির ১৬ নেতাকর্মীর কারাদণ্ড
সিলেটের সময় ডেস্ক :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরউদ্দিন তুহিনসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলায় সাজা ঘোষণা করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত ২০১৮ সালের রমনা মডেল থানার একটি নাশকতার মামলায় প্রত্যেককে দুই বছর তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
রাজিব আহাসনের বিরুদ্ধে এর আগে পৃথক দুই মামলায় আরও চার বছরের সাজা ঘোষণা করেছেন আদালত। সব মিলিয়ে ছয় বছর তিন মাসের কারাদণ্ড হয়েছে তার। জহিরউদ্দিন তুহিনের বিরুদ্ধে এটাই প্রথম মামলার রায় বলে জানা গেছে।