ঈশ্বরদীতে ছাত্রলীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেটের সময় ডেস্ক :

 

পাবনার ঈশ্বরদী পৌর শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণার সময় বিএনপির বাধা ও এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শহরের পিয়ারপুর এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, কয়েক রাউন্ড গুলি বর্ষণ ও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব জানান, সকালে পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার প্রচারণা চালাচ্ছিল। বিএনপির লোকজন এ সময় ওই এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণ করছিল। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিএনপির লোকজন পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি বর্ষণ এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক স্বেচ্ছাসেবকদল নেতা জানান, এ ঘটনার সাথে আমাদেও লোকজন জড়িত নয়। আর আমরা সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। আমাদেও যে কোন উপায়ে মাঠে না নামতে দিতেই তারা পরিকল্পিতভাবে নিজেরাই এমক ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পৌরসভার ৩নং ওয়ার্ডের পিয়ারপুর এলাকায় বিএনপির লোকজন ভোট বিরোধী লিফলেট বিতরণ করছিল। এ সময় ছাত্রলীগ নৌকা প্রচারণা চালাচ্ছিল। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া, গুলি বর্ষণ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য