দলে নাটকীয় পরিবর্তন আনল পাকিস্তান

খেলাধুলা ডেস্ক ঃ

 

৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এসেই ধাক্কা খায় সফরকারী পাকিস্তান। পার্থে ৩৬০ রানের বিশাল হার দেখে শান মাসুদের নেতৃত্বাধীন দল। ম্যাচের পর পাকিস্তানের নখদন্তহীন বোলিং, এলোমেলো ব্যাটিংয়ের সমালোচনা করেছেন দেশটির সাবেকরা। তবে সমালোচনা শুরু হয়েছিল আগেই, যখন টেস্টের একাদশে রাখা হয়নি দলের নিয়মিত মুখ মোহাম্মদ রিজওয়ানকে।

উইকেটকিপার হিসেবে রিজওয়ানের চেয়ে সরফরাজ খানেই আস্থা রেখেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তবে নাটকীয়ভাবে মেলবোর্নে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে সরফরাজকে। পাকিস্তানের ঘোষিত ১২ জনের দলে জায়গা পেয়েছেন রিজওয়ান। তার একাদশে ঢোকাও সময়ের ব্যাপার মাত্র।

এদিকে, পাকিস্তান দলে পড়েছে ইনজুরির থাবা। ইনজুরির কারণে পেসার খুররম শেহজাদ, দুই প্রধান স্পিনার আবরার আহমেদ ও নোমান আলী—কাউকেই মেলবোর্ন টেস্টে পাচ্ছে না পাকিস্তান। আর ঘোষিত ১২ জনের দলে সরফরাজের সঙ্গে বাদ দেওয়া হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

মেলবোর্ন টেস্টে পেসার হিসেবে শাহীন আফ্রিদি ও পার্থ টেস্টে অভিষেক ইনিংসে ৬ উইকেট নেওয়া আমির জামালের সঙ্গে আছেন মির হামজা ও হাসান আলী। ইনজুরির কারণে আবরার ও নোমান ছিটকে যাওয়ার পর দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সাজিদ খান। প্রথম ম্যাচে যদিও খেলানো হয়নি। অন্যদিকে ম্যাচের একদিন আগেই অপরিবর্তিত একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া।

পাকিস্তান দল

ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমির জামাল ও সাজিদ খান।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

এ বিভাগের অন্যান্য