বড়দিনের আগ মুহূর্তে গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক :

 

বড়দিন উদ্‌যাপন শুরুর আগ মুহূর্তে গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামাসের সঙ্গে ইসরায়েলের ১১ সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যে অন্যতম প্রাণঘাতী রাত ছিল গত রবিবার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, মধ্য গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে ওই হামলা হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পরিবার বসবাস করে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। 

ইসরায়েলি সামরিক বাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা হামলার খবর খতিয়ে দেখছে।

রেড ক্রিসেন্ট হামলার পর একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, কয়েক ডজন আহত ব্যক্তিকে মাগাজি থেকে পাশের আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

 কিছু শিশুর মুখ রক্তে ঢেকে গেছে এবং তাদের বহনকারী ব্যাগে রক্ত লেগে আছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘনবসতিপূর্ণ একটি আবাসিক ব্লক ধ্বংস হয়ে গেছে।

ভুক্তভোগী এক ব্যক্তি বিবিসিকে বলেছেন, ‘তিনি একটি ভবনের তৃতীয় তলায় থাকতেন।

দেয়াল ধসে পরিবারের সদস্যদের ওপর পড়ে। আমার নাতি-নাতনি, মেয়ে ও তাঁর স্বামী সবাই মারা গেছে।’ 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী।

এ বিভাগের অন্যান্য