উস্টা মারো ওদের মুখে !
সিলেটের সময় :
নাজমুল ইসলাম মকবুল
জীবন বাজি রেখে যারা
যুদ্ধে গেলেন একাত্তরে
অনেকেইতো জীবন দিলেন
দেশের জন্য অকাতরে।
অনেকেইতো পঙ্গু হলেন
লাগলো গুলি তপ্ত বুকে
হানাদাররা নিয়ে গেলো
অনেকেরই স্ত্রী মা-বাপকে।
রাজাকাররা পুড়িয়ে দিলো
অনেকেরই বসত বাড়ি
নির্যাতনের ভয়ে কেহ
চলে গেলেন ভিটে ছাড়ি।
কৃষক শ্রমিক দিনমজুরদের
বেশিরভাগই যুদ্ধে ছিলেন
ধনির দুলাল বড়লোকরা
নিরাপদে তখন ছিলেন।
যাদের ত্যাগে স্বাধীনভাবে
নিঃশ্বাস নিতে পারছি দেশে
যাদের ত্যাগে জন্ম নিলাম
স্বাধীন সার্বভৌম দেশে।
তাদের এখন সংবর্ধনার
নামে করে সে তামাশা
নেতা এবং পাতিনেতা
মঞ্চের চেয়ারে থাকে ঠাসা।
কেহ আবার মোটা সুতার
লুঙ্গি এবং শাড়ি যে দেয়
ফটো তুলে মন আনন্দে
মিডিয়া এবং ফেসবুকে দেয়।
পাবলিক সার্ভেন্ট মঞ্চে বসে
হাটু নাচায় ফুর্তি করে
বীর সন্তানদের নিচে রেখে
গর্ব করে জনম ভরে।
কাদের ত্যাগে এ দেশ পেলো
বসল চেয়ারে কাদের ত্যাগে
একটুখানি ভাবতো যদি
বসিয়ে দিত তাদের আগে।
তারা বসতো নিচে গিয়ে
বীর সন্তানদের সম্মান দিয়ে
সম্মান দিলে সম্মান পেতো
বেঁচে থাকতো সম্মান নিয়ে।
বিবেক ওদের লোপ পেয়েছে
উস্টা মারো ওদের মুখে
অপদস্ত করছে যারা
জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে।