ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ
কুমিল্লার নাঙ্গলকোটে শ্বশুরের মামলায় আসামি মেয়ে জামাইকে না পেয়ে তাঁর মা আনোয়ারা বেগমকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আনোয়ারা বেগম উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের চান্দপুর গ্রামের মুন্সি মিয়ার স্ত্রী।
আসামি আমির হোসেনের দাবি, তাঁর মা ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আসামি না হওয়ার পরও পুলিশ তুলে নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, আনোয়ারার ছেলে রবিউল হোসেন একই গ্রামের এক কিশোরীকে বিয়ে করেন। এ বিয়ে না মেনে ২ আগস্ট কিশোরীর বাবা জাহাঙ্গীর বাদী হয়ে রবিউলসহ একই পরিবারের চারজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় অপহরণ মামলা করেন।
রবিউল ছাড়া এ মামলার আসামিরা হলেন তাঁর ভাই আমির হোসেন, মোহাম্মদ মুস্তফা এবং বোন তাজনেহার বেগম।
আমির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই রবিউলকে বাড়িতে না পেয়ে নাঙ্গলকোট থানার পুলিশ আমার বৃদ্ধা মা আনোয়ারা বেগমকে জবরদস্তি করে তুলে নিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘আমার মা বয়স্ক মানুষ। তিনি ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আসামি না। পুলিশ হয়রানির উদ্দেশ্যে আমার মাকে গ্রেপ্তার করেছে।’
ওয়ারেন্ট ও এজাহারে নাম না থাকা সত্ত্বেও গ্রেপ্তারের কারণ জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, ‘ওসি স্যারকে জিজ্ঞেস করেন।