বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগে পলক
পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এর ফলে নতুন দায়িত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। টেকনোক্র্যাট এ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট জারি করে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর তারা পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।