রওশন এরশাদ চাইলে মনোনয়ন ফরম বাসায় পৌঁছে দেওয়া হবে : চুন্নু
প্রায় সব আসনেই একাধিক মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রত্যাশিত প্রার্থীদের ইন্টারভিউ চলছে। আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। কতদিন ধরে পার্টি করছেন এবং এলাকায় কতটা জনপ্রিয়তা আছে তা বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাঝে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, মনোনয়ন বোর্ডের মতামত বোর্ড সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জানানো হবে। তিনি মনোনয়ন চূড়ান্ত করবেন। পার্টির চেয়ারম্যান ইচ্ছা করলে মনোনয়ন পরিবর্তন করতেও পারবেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো পন্থী নেই।
তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি প্রতিষ্ঠায় বেগম রওশন এরশাদের অনেক অবদান ও ত্যাগ আছে। তিনি নির্বাচন করলে, আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা করব।
চুন্নু বলেন, ‘ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসাই নির্বাচনের মূল চ্যালেঞ্জ। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা এমনটা চাই। ভোটাররা নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কেউ যদি কাজ করেন অথবা দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি প্রার্থী হন তাঁকে আর পার্টিতে রাখা হবে না।
শুক্রবার বেলা ১১টা থেকে রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। জাতীয় পার্টি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত। আগামীকাল বেলা ১১টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
