নির্বাচন নিরপেক্ষ হবে, অংশ নেবে জাতীয় পার্টি : মুজিবুল হক চুন্নু
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। একই সঙ্গে কোনো জোট নয়, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে দলটি।
আজ বুধবার বিকেল সোয়া ৩টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, ‘জাতীয় সাংসদ নির্বাচন সামনে রেখে আমরা আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি।
