মাধবপুরে ৬ জুয়াড়ী পুলিশের খাঁচায়
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরের জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।এসময় আটককৃত জুয়াড়ীদের কাছ থেকে ১ হাজার ৫শ ৮০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত (সরঞ্জাম) তাসের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭-অক্টোবর) রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস,আই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে সালাম মিয়ার বসত ঘরে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা ৬ জুয়াড়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন ভেলাপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২০) একই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে শিশু মিয়া (৪৮), সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬) মঙ্গলপুর গ্রামের রহমত আলীর ছেলে মিন্নত আলী (৩০), একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে হক মিয়া (২৮), মৃত আলী হোসেনের ছেলে জাকির হোসেন (৪০)।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, রবিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিচারক আদালতে সোপর্দ করা হয়েছে।