সরকারের মন্ত্রী-এমপিরা জনবিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্র করছেন : রিজভী

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় থাকতে এখন তলে তলে ষড়যন্ত্র করছেন। তলে তলে কখনও আপস হয় না, ষড়যন্ত্র হয়। বিএনপির আন্দোলন তীব্র হলে সরকার তলে তলে নিজেই তলিয়ে যাবে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রফিকুল আলম মজনু মুক্তি পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

রিজভী বলেন, জনগণের ভিত্তি নেই বলে পুলিশের ওপর নির্ভর করছে এই অনির্বাচিত সরকার। তারপরও সরকার নিজেদের নিরাপদ মনে করছে না। এখন তলে তলে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তবে মানুষ এখন রাস্তায় নামা শুরু করেছে। সুতরাং কোনো ষড়যন্ত্র করেই মানুষের গতিরোধ করা যাবে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি এখন গুরুতর অসুস্থ। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য