ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক ঃ
কানাডার পার্লামেন্টে নাৎসি বাহিনীর এক সদস্যকে সম্মান জানানোর ঘটনায় ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, ‘শুক্রবারের অনাকাঙ্খিত ঘটনায় পার্লামেন্টের সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত শুক্রবার সকালে কানাডার পার্লামেন্টে স্বাগত জানানো হয় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। জেলেনস্কির বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার রোটা ৯৮ বছর বয়সী ইয়ারোস্লাভ হুনকাকে দেখিয়ে বলেন তিনি একজন ‘কানাডীয় নায়ক’। জেলেনস্কি হাত উঁচু করে তাকে সম্মান জানান এবং হুনকাও তাকে স্যালুট করেন। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। জানা যায়, হুনকা হিটলারের নাৎসি বাহিনীর সদস্য ছিলেন। সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন স্পিকার।
এবার এই ঘটনায় ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেন, আমি হাউজের (পার্লাামেন্ট) পক্ষ থেকে শুক্রবারের ঘটনার জন্য সবার কাছে, বিশেষ করে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনীয় প্রতিনিধি দল যে বিব্রতকর পরিস্থিতিতে পরেছেন তার জন্য ক্ষমা চাইছি।‘
একইসঙ্গে কিয়েভে যোগাযোগ করে জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন ট্রুডো। তিনি বলেন, আমরা অচেনা এক ব্যক্তিকে যেভাবে সম্মান দিয়েছি তার বড় এক ভুল ছিল এবং নাৎসি বাহিনীর শিকারদের প্রতি অসম্মান হয়েছে।
ট্রডো আরও বলেন, একইসঙ্গে এটা ভাবতে কষ্ট হচ্ছে যে অনিচ্ছাকৃত এই ভুলকে রাজনীতিকীকরণ করছে রাশিয়া। তাদের সমর্থকদের মাঝে এটা নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে।