নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

 

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি বাংলাদেশ দল। বিশ্রামে ছিল নিউজিল্যান্ড দলও।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দুই দফা মুষলধারে বৃষ্টি হওয়ার পর খেলা আর মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচে (শনিবার) লড়বে টাইগাররা। তবে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সময়মতো এই ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে আছে শঙ্কা।

তবে বৃষ্টি কোন বাধা না দিলে শেরে বাংলা স্টেডিয়াম প্রস্তুত দ্বিতীয় ম্যাচের জন্য। বাংলাদেশও প্রস্তুত কিউইদের বিপক্ষে লড়তে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এক কিংবা দুইটি পরিবর্তন আনতে পারে টাইগাররা।

ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহিদ হৃদয়, পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান।

আটে খেলবেন নুরুল হাসান সোহান এরপর রিশাদ হোসেন। পেসার হিসেবে দেখা যেতে পারে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে। বিশ্রামে থাকতে হতে পারে মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদকে। চোটের কারণে বাইরে থাকতে পারেন পেসার তানজিম হাসান সাকিব।

দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

এ বিভাগের অন্যান্য