ভারত যখন চাঁদে পৌঁছায়, তখন পাকিস্তান বিশ্বের কাছে ভিক্ষা চায়: নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ভারত যখন চন্দ্র জয় করছে, পাকিস্তান তখন বিশ্বের কাছে ভিক্ষা চাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে থাকা নওয়াজ শরীফ।

তিনি পাকিস্তানের এই দুরবস্থার জন্য সাবেক সেনা জেনারেল ও বিচারপতিদের দায়ী করেছেন।

লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে লাহোরের একটি জনসভায় নওয়াজ বলেন, ‌‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ভিক্ষা চাইতে। আর ভারত এই সময়ে চাঁদে পৌঁছে গেছে, জি ২০ সম্মেলন আয়োজন করছে। ভারত যা অর্জন করতে পেরেছে, পাকিস্তান কেনো তা পারেনি। এ জন্য কে দায়ী?’

এই প্রশ্নের জবাব নওয়াজ নিজেই দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি (নওয়াজ) দেশকে লোডশেডিং দূর করেছিল, তাকেই চার বিচারপতি বাড়ি ফেরত পাঠায়।’ ‘(সাবেক) প্রধান বিচারপতি সাকিব নিসার ও আসিফ সাঈদ খোসা তাদের হাতিয়ার (সাবেক সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধান)। তাদের এই অপরাধ হত্যার সমান। তাদের দায়মুক্তি দেওয়া জাতীয় অবিচার। তারা কোনোভাবেই দায়মুক্তি পেতে পারে না।’

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য