মুক্তি পেলেন কুখ্যাত মাদক সম্রাট ‘এল চ্যাপো’র স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ইয়াকুইন ‘এল চ্যাপো’ গুজম্যানের স্ত্রী এমা করোনেল। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এমার বিরুদ্ধে ‘আপাতত’ কোনো মামলা নেই বলে জানিয়েছেন তার মেক্সিকোর আইনজীবী।

২০২১ সালে গুজম্যানকে সহযোগিতার অভিযোগে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় মার্কিন বংশোদ্ভূত এমাকে। ৩৪ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও ছিল।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তার মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেসের একটি স্বল্প নিরাপত্তার কারাগারে বন্দি ছিলেন তিনি। তবে নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

২০০৭ সালে ১৮ বছর বয়সে গুজম্যানকে বিয়ে করেন এমা। সে বছরই বিউটি কুইন প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এল চ্যাপো গুজম্যান। তাকে সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে বন্দি রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য