বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোরীয় পর্যটকের মৃত্যু
বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার এক পর্যটকের মৃত্যু হয়েছে। এমন প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ডেঙ্গু জ্বর নিয়ে সতর্ক করেছে।
ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে কোরিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যু হওয়া কোরীয় নাগরিক ব্যবসার কাজে প্রায়ই বাংলাদেশে ও আফ্রিকায় যেতেন। কোরীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বলেছে, ওই কোরিয়ান নাগরিক গত ২২ আগস্ট ডেঙ্গু উপসর্গ নিয়ে বাংলাদেশের একটি হাসপাতালে ভর্তি হন এবং দুই দিন পর মারা যান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া ভ্রমণের সময় মশার বিষয়ে সতর্ক থাকার ও প্রতিরোধ সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।