জমি নিয়ে বিরোধে খুন, গ্রামবাসীর পিটুনিতে ঘাতকের মৃত্যু
কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের সময় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী পিটুনি দিয়ে ঘাতককেও হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। বরুড়া থানা পুলিশের ওসি মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাত্তার ও খোরশেদের পরিবারের মাঝে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে আদালতে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার সমাজপতিরা বারবার চেষ্টা করেও দীর্ঘদিনের এই বিরোধ মেটাতে পারেননি। আজ শুক্রবার সকালে বিরোধপূর্ণ একটি জমিতে ধান রোপণ করতে যান সাত্তার।