১ বছরের সাজা এড়াতে ফকিরের বেশে ৮ বছর
সিলেটের সময় ডেস্ক :
মাদক মামলায় ২০১৫ সালের ১ বছরের সাজা পেয়েছিলেন খোকন (৪৫) নামে এক আসামি। ওই আসামি গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে বিভিন্ন মাজারে মাজারে ফকিরের বেশে ঘুরে বেড়াতেন। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ৮ বছর পর শুক্রবার রাত আড়াইটায় চুনারুঘাট উপজেলার পৌরশহরের উত্তর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার খোকন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন রেলস্টেশন কলোনি টেকনিক্যাল রোড এলাকার মৃত নুরুল ইসলাম ওরফে নাঈম মিয়ার পুত্র । শুক্রবার(১ সেপ্টম্বর) সকালে খোকনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, চুনারুঘাট থানা এলাকায় চুরি, ডাকাতি রোধে উপজেলার বিভিন্ন স্থানে রাত্রিকালীন চেকপোস্ট ও পাহাড়া চলে। গভীর রাতে বাহিরের অপরিচিত লোকজন আসলেই তাদের তথ্য যাচাই করে ছাড়া হয়। শুক্রবার ভোর রাত আড়াই টায় চুনারুঘাট পৌর শহরে চেকপোস্ট চলাকালে মুড়াবন্দ মাজার থেকে একটি অটোরিকশা টমটম কোখন সহ কয়েকজন যাত্রী নিয়ে চুনারুঘাট পৌর শহরের দিকে আসে।এসময় টমটমের যাত্রীদের পরিচয় যাচাইকালে কোখনের কথাবার্তা সন্দেহ হয়৷ পরে তার নাম ঠিকানা যাচাইয়ে তার বিরুদ্ধে একবছরে সাজা ওয়ারেন্ট পাওয়া যায়। এর আগে ২০১৫ সালে বিবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় মাদক পাচারকালে খোকনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছু দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তী সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁর বিরুদ্ধে বিবাড়ীয়া আদালতে অভিযোগপত্র দিলে আদালত আসামি খোকনকে দোষী সাব্যস্ত করে ১ বছরের কারাদণ্ডাদেশ দেন । রায় ঘোষণার পর খোকন মাজার ও আখরায় ভিক্ষকের ছদ্মবেশ ধারণ করে ৮ বছর কাটিয়েছেন চুনারুঘাট সহ বিভিন্ন এলাকায়। তিনি আরও কোনো অপরাধের সাথে জড়িত আছেন কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ ।