প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বালাগঞ্জ আ’লীগের শোকরানা-দোয়া মাহফিল
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের বালাগঞ্জ বাসীর প্রাণের দাবী “বড়ভাঙ্গা ব্রীজ” “একনেক” সভায় চুড়ান্ত অনুমোদন লাভ করায় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষথেকে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা এমপি, মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওয়াবায়দুল কাদের এমপি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সিলেট-৩ মাননীয় সাংসদ সদস্য হাবিবুর রহমান হাবীব এমপি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় বালাগঞ্জ বাজারে মদন মোহন মার্কেট সামনে এই শোকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকরানা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগের সভাপতি মোস্তাকুর রহমান (মফুর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আনহার মিয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন,বালাগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জুনেদ মিয়া,উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া উপজেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক কামাল আহমদ,ইউনিয়ন আ’লীগের সভাপতি মাছুম আহমেদ, যুবলীগ নেতা হুছাইন আহমদ, জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা টুটুল,কামরুল,জাহাদ হোসেন, মনজু, একরাম সহ উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারবর্গের প্রতি দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বালাগঞ্জ আদর্শ মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাও: ছাআদ দ্দিন।
উল্লেখ্য, সিলেট জেলাধীন বালাগঞ্জ উপজেলার “বড়ভাঙ্গা” নদীতে ২টি সেতু নির্মানের জন্য ১২৮ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। (২৯ আগস্ট) বুধবার “একনেক” সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের মাধ্যমে মূল সেতুসহ একটি দৃষ্টি নন্দন ওয়াকওয়ে সেতু নির্মান করা হবে। বড়ভাঙ্গা সেতু বালাগঞ্জের সবচে’ বড় প্রকল্প হিসেবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের বিশেষ সুবিধা উম্মোচিত হবে। বালাগঞ্জের ৩টি ইউনিয়ন তথা পুরো উত্তরাঞ্চল আর্থ-সামাজিক উন্নয়নে এই প্রকল্প ব্যাপক অবদান রাখবে।