১৪ জেলায় তাপপ্রবাহ
দেশে গত কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মাত্র সাতটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় গতকাল দেশের ১৪টি জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। আজ বুধবারও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি এখন কম থাকলেও ২ সেপ্টেম্বর (শনিবার) থেকে আবার কিছুটা বাড়তে পারে। তখন তাপমাত্রা আবার কমে আসতে পারে।’
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।