সিলেট নগরীর বন্দরবাজার থেকে ৪ ডাকাত গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ার সংলগ্ন পরিত্যক্ত পুরাতন জেল কোয়ার্টারের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও অস্ত্র জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন (৩৩), দিদার হোসেন (৩২), সোনা মিয়া (২৬) ও নজরুল (২২)।
অভিযানকালে ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, পুরাতন জেল কোয়ার্টারের ভিতরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত- এমন খবর পেয়ে কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়।
এসময় ৩টি রাম দা, ১টি চাকু, ১টি হাতুড়ি ও ৫টি মুখোশসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই দুটি করে মামলা রয়েছে। গতকাল (মঙ্গলবার) গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ (বুধবার) দুপুরে ৪ ডাকাতকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশন দেন।