উইজডেনের চোখে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশে যারা

খেলাধূলা ডেস্ক ঃ

আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। আয়োজক দেশ পাকিস্তান হলেও টুর্নামেন্টটির ৪টি ম্যাচ হবে সেদেশে, বাকি ম্যাচগুলো শ্রীলংকায়। টুর্নামেন্টটি উপলক্ষে এরই মধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

১৯৮৬ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে তিনবার রানার্স আপ হলেও এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টটি সামনে রেখে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন কয়েকদিন আগে প্রকাশ করেছে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ।

উইজডেনের সেরা একাদশ

তামিম ইকবাল
ম্যাচ: ১৩, রান: ৫১৯, গড়: ৪৩.২৫, স্ট্রাইক রেট: ৮১

ইমরুল কায়েস
ম্যাচ: ৭, রান: ২৪৮, গড়: ৪১.৩৩, স্ট্রাইক রেট: ৭৩

এনামুল হক বিজয়
ম্যাচ: ৪, রান: ২২৭, গড়: ৫৬. ৭৫, স্ট্রাইক রেট: ৬৮

আতহার আলী খান
ম্যাচ: ১১, রান: ৩৬৮, গড়: ৩৬.৮০, স্ট্রাইক রেট: ৫৭

মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার)
ম্যাচ: ২১, রান: ৬৯৯, গড়: ৩৬.৭৮, স্ট্রাইক রেট: ৮৫

নাসির হোসাইন
ম্যাচ: ৮, রান: ২৩৭, গড়: ৩৯.৫০, স্ট্রাইক রেট: ৬৮

সাকিব আল হাসান
ম্যাচ: ১৩, রান: ৪০২, গড়: ৩৩.৫০, স্ট্রাইক রেট: ১০৩; উইকেট: ১৯, গড়: ৩২.৭৩, ইকোনমি: ৪.৮৭

মোহাম্মদ রফিক
ম্যাচ: ৮, উইকেট: ৮, গড়: ৩৭.৩৭, ইকোনমি: ৪.৫৩

আবদুর রাজ্জাক
ম্যাচ: ১৮, উইকেট: ২২, গড়: ৩৬.১৮, ইকোনমি: ৪.৬৭

রুবেল হোসাইন
ম্যাচ: ৮, উইকেট: ৮, গড়: ৩৫.৫০, ইকোনমি: ৪.৮১

মোস্তাফিজুর রহমান
ম্যাচ: ৫, উইকেট: ১০, গড়: ১৮.৫০, ইকোনমি: ৪.৫০

এ বিভাগের অন্যান্য