‘আমি তাকে ভালোবাসি, বিয়ে করতে চাই’

বিনোদন ডেস্ক ঃ

মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করায় এক ভক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ৪৩ বছর বয়সী ওই ভক্তের নাম অ্যাশলি আরবার। তিনি দাবি করেছেন, টেইলরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনি এখন টেইলরকে বিয়ে করতে চান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ম্যানহাটন আদালতে তোলা হয় অ্যাশলিকে। সেখান থেকে মুক্তি মেলে তার। আগামী অক্টোবরে আবারও আদালতের মুখোমুখি হতে হবে তাকে। মুক্তি পেয়ে অ্যাশলি কথা বলেন নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে। তিনি বলেন, ‘আমি হতাশ। আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। আমি চাই সে আমাকে আরও দূরে নিয়ে যাক, পথ দেখাক। আমি এমন কাউকে পাইনি যে আমাকে তার মতো করে ভালোবাসবে।’

যুক্তরাষ্ট্রের মিশিগানে বেড়ে উঠেছেন অ্যাশলি। তিনি জানান আটলান্টা থেকে গ্রেহাউন্ড বাসে করে তিনি টেলর সুইফটের সঙ্গে দেখা করতে এসেছেন। তার দাবি, টেলরের সঙ্গে আগে প্রেমের সম্পর্ক ছিল তার।

পুলিশ জানায়, টেলরের বাড়িতে অনবরত কলিংবেল বাজিয়ে যাচ্ছিলেন তিনি। একজন নারী দরজা খোলার সঙ্গে সঙ্গে কিছু না বলেই ঘরে প্রবেশ করেন। তখন ওই নারীকে তাকে জিজ্ঞাসা করে যে তিনি কি চান। জবাবে টেইলর সুইফটের কথা বলেন অ্যাশলি। ওই নারী তখন তাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। ততক্ষণে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

নিউইয়র্ক পোস্ট জানায়, অ্যাশলি একজন বাস্তুহারা মার্কিনি। তিনি টেইলরের সঙ্গে থাকতে চান। এক সাক্ষাতকারে তিনি বলেন, ও আমাকে ভালো করে বুঝে। আমি জানি যে সে জানে আমি তার কোনও ক্ষতি করবো না। আমি কখনো কোনো নারীকে আঘাত করি না।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, আপাতদৃষ্টিতে অ্যাশলিকে মানসিক সমস্যায় আক্রান্ত মনে হচ্ছে। তবে অ্যাশলির দাবি, তিনি সুস্থ আছেন। যখন বয়স কম ছিল তখন একটু পাগলাটে স্বভাবের ছিলেন।

টেইলরের বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে অ্যাশলি বলেন, তারা আমাকে টেইলরের কাছ থেকে দূরে থাকতে বলেছে। তিনি কাছেই থাকবেন, হয়তো আবর্জনার মাঝে কোনো খাবার খুঁজবেন।

অ্যাশলি বলেন, ‘টেইলর, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার জীবনের বাকিটা সময় তোমার সঙ্গে কাটাতে চাই। আমি তোমাকে হাসাবো, সুখী রাখবো।’

এই বিষয়ে টেইলর সুইফটের পক্ষ থেকে কোনো মন্তব্যে এখনও পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য