‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ সংলাপ দেওয়া সেই অভিনেতা আর নেই
বিনোদন ডেস্ক ঃ
‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ সংলাপটির কথা কি মনে আছে? একটা সময় টিভি খুললেই ভেসে আসতো তার দুষ্টুমিভরা হাসিমুখ। হাতে চিপসের প্যাকেট নিয়ে এ সংলাপ দিতেন মডেল সাদ হোসেন। বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সারা দেশে।
দরজা বন্ধ করে চিপস খাওয়া সেই মডেল আর নেই। কিডনিজনিত অসুখে ভুগে তিনি গত ১৮ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার ফেসবুক একাউন্ট সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেল।
জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউ ইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি।
সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, ‘আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’
এছাড়াও সাদের একাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন।
আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।