নির্বাচন নিয়ে দুই কংগ্রেসম্যানকে যা জানাল বিএনপি

সিলেটের সময় ডেস্ক :

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানকে জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের চা চক্রে এ কথা জানায় বিএনপি।

আজ রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এ চা চক্র শেষে দলটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে আমরা বলেছি, একদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। গত নির্বাচনেগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠু হয়নি।

এ্যানি আরও বলেন, ‌‘আমরা সবসময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। কিন্তু গত কয়েকটি নির্বাচন এক দলীয় নির্বাচন হয়েছে। কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি। তবে আমরা আশাবাদী এবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে।’

এ বিভাগের অন্যান্য