ওমরাহ শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত চাঁদপুরের ইউসুফ
সৌদি আরবের মক্কা নগরীতে ওমরাহ করে কর্মস্থলে ফেরার পথে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত ইউসুফ মাঝির বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে। এই দুর্ঘটনায় তার বাবা বাচ্চু মিয়া এবং ছোট ভাইসহ আরো একজন গুরুতর আহত হন। শনিবার (১২ আগস্ট) সৌদি আরব সময় দুপুর ২টায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, প্রবাসী বাচ্চু মাঝি (৫৫), তার দুই ছেলে ইউসুফ মাঝি (৩২), রাকিব মাঝি (২৫) ও আরো এক প্রবাসী মিলে কর্মস্থল থেকে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যান।
শনিবার দুপুরে ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে একটি গাড়িযোগে কর্মস্থলে ফিরছিলেন তারা। এসময় দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে মারা যান ইউসুফ মাঝি।
আহতদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ বছর আগে সৌদি আরব যান বাচ্চু মাঝি।
এদিকে, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যদের হতাহতের ঘটনায় স্বজনদের মধ্যে শোকার্ত পরিবেশ তৈরি হয়। দুর্ঘটনায় স্বজন হারানোর ব্যথায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানান তারা।
অন্যদিকে, নিহত ইউসুফ মাঝি স্ত্রী ছাড়াও দুই শিশু সন্তান রেখে গেছেন।