ছাতকে প্রধানমন্ত্রীর উপহার পেল ভূমিহীন ১২৫ পরিবার

সিলেটের সময় ডেস্ক :

দেশের ১২টি জেলার ১২৩ উপজেলাকে গৃহ ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে ছাতকে ভূমিহীন ১২৫ পরিবার পেলো নতুন ঠিকানা।

মুজিব বর্ষ উপলক্ষে বুধবার (৯ আগষ্ট) সকালে দেশের ২২ হাজার ১০১ ভুমিহীন পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তরকালে তিনি এ ঘোষণা দেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২, প্রকল্পের আওতায় এসব জমির দলিল সহ পাকা ঘরের চাবি উপকার ভোগীদের কাছে পৌঁছে দেন।

এসময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সভায় যুক্ত হয়ে ছাতক উপজেলায় চতুর্থ পর্যায়ের ১২৫ পরিবারের মধ্যে পাকা ঘরের চাবি প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আফছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ।

বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ প্রমুখ।

এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, কৃর্ষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,পল্লী জীবিকায়ন কর্মকর্তা নির্ম্ল কুমার,তথ্য কর্মকর্তা সাবিহা মোস্তারী, একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, উপসহকারী ভুমি কর্মকর্তা রেবুল কুমার দাস, ইউপি সদস্য তাজ উদ্দিনসহ কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য