৭ বছরের জন্য চেলসিতে গোলরক্ষক সানচেস

খেলাধুলা ডেস্ক ঃ

 

নতুন গোলরক্ষকের সন্ধানে ছিল চেলসি। মৌসুম শুরুর আগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে লন্ডনের ক্লাবটি দলে টানল স্প্যানিশ গোলরক্ষক রবের্ত সানচেসকে।

সাত বছরের চুক্তিতে সানচেসের যোগ দেওয়ার বিষয়টি শনিবার (৫ আগস্ট) এক বিবৃতিতে জানায় চেলসি। তবে ট্রান্সফার ফি উল্লেখ করেনি তারা।

এক প্রতিবেদন অনুযায়ী, ২ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। চেলসির একাদশে জায়গার জন্য তাকে লড়তে হবে আরেক স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগার সঙ্গে।

২০১৩ সালে ব্রাইটনের একাডেমিতে যোগ দেন সানচেস। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন ৮৭টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি ম্যাচ খেলেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন সানচেস।

হতাশাজনক ২০২২-২৩ মৌসুমের পর আসছে মৌসুমকে সামনে রেখে নতুন করে দল সাজাচ্ছে চেলসি। এই দলবদলে দলটিতে যোগ দিয়েছেন সানচেস, ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকুসহ আরও কয়েকজন। ক্লাব ছেড়ে গেছেন কাই হাভার্টজ, মাতেও কোভাচিচ, সেসার আসপিলিকুয়েতা ছাড়া আরও কিছু খেলোয়াড়।

এ বিভাগের অন্যান্য