আওয়ামী লীগের জন্যই গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন: ফয়জুল করীম

সিলেটের সময় ডেস্ক :

 

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের জন্যই গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যদি পাবলিকের ভোটে গ্রহণযোগ্য সরকার গঠিত না হয়, তাহলে দেশ বিক্রি হয়ে যাবে। নির্বাচন ব্যতীত কোনো সরকার গঠিত হলে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। সেটা তত্ত্বাবধায়ক হোক কিংবা নিরপেক্ষ বা জাতীয় সরকারের অধীনেই হোক, নির্বাচন হতেই হবে। ভোট হতে হবে অবাধ সুষ্ঠু।

ইসলামী যুব আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ আলী হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুফতি মুহাম্মাদ আব্দুল জলিল (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) ড. এইচএম মোনতাজুল করিমসহ (সভাপতি ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের মানুষ এখন ঋণে জর্জরিত। অথচ আমলারা দামি দামি বিদেশি গাড়ি কেনার আবদার করছে। সম্মানিত ব্যক্তিদের অপমান করা হচ্ছে। আজ সামাজিক ন্যায়বিচার নেই। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি। রাতে তিনি স্থানীয় উজির আলী স্কুল মাঠে আয়োজিত এক ইসলামী ওয়াজ মাহফিলে যোগ দেন।

এ বিভাগের অন্যান্য