সিলেটের বিশিষ্ট আইনজীবী আব্দুল মুহিত হান্নান ইন্তেকাল করেছেন

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট জেলা আইনজীবীর সদস্য আব্দুল মুহিত হান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২২ জুলাই  আমেরিকায় একটি হাসপাতালে বাংলাদেশ সময় রাত ১০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। এডভোকেট আব্দুল মুহিত হান্নান দৈর্ঘ্য দিন ধরে লিভার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েক মাস ধরে আমেরিকায় অবস্থান করছিলেন ।

জানা যায় তিনি দীর্ঘ দিন সিলেট আইনজীবীর সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিয়মিত তিনি সিলেট জেলা আইনজীবি বার হল ০৫ নং বসে সক্রিয় ভাবে আইনপেশা চালিয়েছেন।
তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কাজি বাড়ি নিবাসী কাজি ওয়াসিফ আলীর ছোট ছেলে। এর রিপোর্ট লিখা পর্যন্ত তিনির লাশ এখনও আমেরিকায় একটি হাসপাতালে রয়েছে বলে জানাগেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনির জানাযার সময় ও লাশ দেশে আনার ব্যাপারে পরবর্তীতে জানানো হবে।

এ বিভাগের অন্যান্য