বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ
সিলেটের সময় ডেস্ক :
নিখোঁজের ১০ দিন পর ভারত সীমান্তের ৩ কিলোমিটার অভ্যন্তরে সন্ধান পাওয়া আলমগীর হোসেন (১৯) নামে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করা হয়। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের মৃত. জামাল উদ্দিনের ছেলে তিনি।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বাংলাদেশী যুবকের লাশ গ্রহনের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন সীমান্তের ১১৯০/৮ এস মেইন পিলারের কাইতাকোনা নামক স্থান দিয়ে লাশ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, এসআই শামীম আল মামুন, মাটিয়ারবন বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খাদেমুল ইসলাম।
এর আগে গত ১৭ জুন বেলা ৩টার দিকে মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের বাকাতলা এলাকা থেকে নিখোঁজ হন আলমগীর। স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজিঁ করে না পাওয়ায় সোমবার (১৯ জুন) রাতে নিখোঁজের বড়ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় জিডি দায়ের করেছিলেন।