বিশ্বনাথে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের বিশ্বনাথে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মালিপাড়ায় এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে সবত্র পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মালিপাড়ায় গতকাল বিকেলে বৈদ্যুতিক সশটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ৫টি পরিবারে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে এলাকাবাসি তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভানোর আগেই সবকিছু পুড়ে যায়। এ অগ্নিকা-ের ঘটনায় মৃত মিয়া ধর মিয়ার পুত্র ফারুক মিয়া ও সৌদি প্রবাসী সুরুক মিয়া ও তাদের চাচাতো ভাই মৃত মফিজ আলীর পুত্র বকুল মিয়া, নেছার মিয়া ও লয়লুস মিয়াদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফারুক মিয়া। তারা জানিয়েছেন বৈদ্যুতিক র্শটসাকিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

এদিকে আগুনে ৫টি পরিবারে বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর শুনে স্থানীয় এমপি মোকাব্বির খান ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও পরিধানের জন্য কাপড় দিয়েছেন এবং পরবর্তিতে তাদেরকে ৬০ হাজার টাকার, ২০ বান টিন ও একটি গভীর নলকূপ অনুদান দেয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য