সিলেটে নড়ে-চড়ে বসেছে জেলাপ্রশাসন, মাঠে নামবে ৫০ জন ম্যাজিস্ট্রেট
সিলেটের সময় ডেস্ক :
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় জেলা প্রশাসন প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে নজরদারী করছেন। আচরণবিধি লঙ্ঘন হলেই তারা ব্যবস্থা নিচ্ছেন। বর্তমানে মাঠে ১৪ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ১৯ তারিখের পরের ৩ দিনের জন্য ৫০ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।
বুধবার (১৪ জুন) আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া করেন বলে অভিযোগ উঠে।
ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন যেখানে ঘটনাটির সত্যতা পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, সিসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে নির্বাচনী এলাকায় গত ৬ জুন থেকে ১৪ জন ম্যাজিস্ট্রেট দিয়ে ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত প্রার্থীদের অর্থদণ্ড প্রদান করছেন। জরিমানার পাশাপাশি প্রার্থীদের সতর্ক করা হচ্ছে।