সিলেটে পুলিশের নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কাছে এবার মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিনের ফোন নম্বর ক্লোন করে টাকা চেয়েছে প্রতারক চক্র। এর আগে গোয়েন্দা সংস্থার একজন এসআইয়ের পরিচয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে ফোন করে গালাগাল করা হয়।

জানা গেছে, নম্বর ক্লোন করে মহানগরের বেশ কয়েকজন প্রার্থীর কাছে গত কয়েকদিন টাকা চাওয়া হচ্ছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন থানার ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

‘জরুরি ঘোষণা’ শিরোনামে ওসি লেখেন, ‘আমি মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নং- ০১৩২০০৬৭৬২০ অজ্ঞাতনামা কে বা কাহারা সফটওয়্যারের মাধ্যমে ক্লোন করে অফিসার ইনচার্জ এর নাম ব্যবহার করে সিসিক নির্বাচন-২৩খ্রি. এর বিভিন্ন পদপ্রার্থীদের নিকট টাকা দাবি করছে৷ দয়া করে অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নম্বর থেকে কল গেলে বিশ্বাস করে প্রতারিত হবেন না৷ কোনো ধরনের কল পেলে অফিসার ইনচার্জ এর সঙ্গে সরাসরি কথা বলার জন্য অনুরোধ করা হলো৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷’

এয়ারপোর্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন জাগো নিউজকে জানান, একটি প্রতারক চক্র তার সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাচ্ছে। গতকাল এক প্রার্থী তাকে ফোন দিয়ে জানান, আমার নম্বর থেকে কল করে টাকা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব স্যার আমাকে ফোন দিয়ে জানান আমার সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। তারা সবাইকে সচেতন করতে ফেসবুকে পোস্ট করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য