হবিগঞ্জে ভারতীয় বিড়ি জব্দ
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে কাভার্ড ভ্যানসহ ৫ লাখ ৪৬ হাজার পিছ ভারতীয় বিড়ি জব্দ করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেট।
বৃহস্পতিবার (২৫ মে) প্রায় ১২টার দিকে উপজেলার জালালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর পুলিশ পরিদর্শক জনাব মো. সুমন আলীর নেতৃত্বে একটি দল নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট-ঢাকা মহাসড়কের ফটিক পেট্রোল পাম্পের সামনে ছোট একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশী করা হয়। তখন কাভার্ড ভ্যানের ভিতরে ৫,৪৬,০০০ শলাকা ভাতীয় অবৈধ পাতার বিড়ি পাওয়া গেলে গাড়ীসহ বিড়িগুলো জব্দ করা হয়। তবে, পুলিশ দেখে গাড়ীতে থাকা লোকজন দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
৭ এপিবিএন সিলেট-এর মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত এএসআই পাবেল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা গাড়ী রেখে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে গাড়ীটি তল্লাশী করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫ লাখ ৪৬ হাজার শলাকা পাতার বিড়ি এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ বিষয়ে এসআই মুহাম্মদ ইয়ার হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।