পন্থ ভক্তের হুঁশিয়ারি, রেগে লাল উর্বশী

বিনোদন ডেস্ক ঃ

 

ভীষণ রেগে আছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা! আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের একটি ঘটনায় বেশ ক্ষুব্ধ তিনি। যদিও সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত ঋশভ পন্থ এবারে খেলছেন না দিল্লির হয়ে আইপিএলে।

খেলতে না পারলেও অবশ্য দলের খেলা দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পন্থকে দেখা যায়। তবে এবারের আসরে দিল্লির খারাপ পারফরম্যান্সে বেশি অনুভূত হচ্ছে পন্থের অভাব। এমনকি সৌরভ গাঙ্গুলীর দলের কোচ রিকি পন্টিংও মেনে নিয়েছেন সে কথা।

এদিকে হায়দ্রাবাদ-দিল্লি ম্যাচে বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন দিল্লির অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তার মাধ্যমে পন্থকে বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন এক ক্রিকেটপ্রেমী। পন্থকে তাতানোর জন্য হায়দ্রাবাদের সেই ক্রিকেটপ্রেমী বলিউড অভিনেত্রীর নাম ব্যবহার করেন। তার সেই কথা পৌঁছায় অক্ষরের কানেও। ভারতীয় দলের অলরাউন্ডারও তার মুখে উর্বশীর নাম শুনে হেসে ফেলেন। পেছন ফিরে তাকান গ্যালারির দিকে। অক্ষর প্যাটেলকে ডেকে চিৎকার করে বলতে থাকেন, `ঋশভ পন্থকে বলে দিও, আমরা ওর পাশে আছি। উর্বশী রাতোলাকে ছাড়ব না আমরা।’

তবে ভক্তের এই রসিকতা পছন্দ হয়নি উর্বশীর। তিনি মূলত ক্ষুব্ধ ওই ক্রিকেটপ্রেমী তার পদবি ঠিক ভাবে উচ্চারণ না করায়। সপ্তাহ তিনেক আগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি পেয়েছেন উর্বশীও। যাতে হায়দ্রাবাদের ক্রিকেটপ্রেমীকে তার পদবি রাউতেলার বদলে রাতোলা বলতে শোনা যাচ্ছে। এতেই রেগে লাল উর্বশী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার পদবি বিকৃত করা বন্ধ হোক। আমার কাছে এটার একটা মূল্য আছে। এই শব্দের একটা অর্থ রয়েছে। এই পদবির একটা শক্তি রয়েছে। এর সঙ্গে আশীর্বাদ রয়েছে। আমি এই বিষয়টা পছন্দ করছি না। এটা কোনো মজা নয়।’

এর আগে ২০১৮-২০১৯ সালে পন্থ ও উর্বশীর মধ্যে প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। তবে কেউই সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। পরে তাদের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়িও হয়েছে। ক্রিকেটপ্রেমীরা এখনও পন্থকে খেপানোর জন্য টেনে আনছেন উর্বশীর প্রসঙ্গ।

এ বিভাগের অন্যান্য