এশিয়া কাপের পরই অবসর নিতে চেয়েছিলেন কোহলি
খেলাধুলা ডেস্ক ঃ
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করেন একমাত্র বিরাট কোহলির পক্ষেই সম্ভব শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙা।
কোহলি ইতোমধ্যে ৭৫টি সেঞ্চুরি করে ফেলেছেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে হলে তাকে আরও ২৫টি সেঞ্চুরি করতে হবে।
অথচ যে কোহলিকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের এত আশা-ভরসা সেই কোহলি গত বছর এশিয়া কাপের পর মানসিক চাপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
২০২২ সালের এশিয়া কাপের ঠিক আগে টানা তিন বছরে সেঞ্চুরি করাতো দূরে থাক! প্রত্যাশিত রানও করতে পারেননি কোহলি। ধারাবাহিক অফ ফর্মের কারণে কোহলিকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি উঠে।
সোমবার জিয়ো সিনেমায় ভারতীয় তারকা ক্রিকেটার রবীন উথাপ্পাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কোহলি বলেন, দীর্ঘদিন ধরে আমি মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করতাম। মানুষের কাছে কোহলিকে নিয়ে যে ধারণা আছে, সেটা পূরণের চেষ্টা করতাম। তবে আমি নিজে যেমন, সেরকমই থাকার চেষ্টা করেছি।
ভারতের হয়ে ইতোমধ্যে ৫৫৫ ইনিংসে ব্যাট করে ২৫ হাজার ৩২২ রান করা কোহলি আরও বলেন, গত বছর এশিয়া কাপ শুরুর আগে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি ছিলাম।