‘এরপরও লোকে আমাকে ব্যর্থ অধিনায়ক বলে’
বিতর্ক আর ব্যর্থতার দায় নিয়ে বিরাট কোহলিকে নেতৃত্ব ছাড়তে হয়েছিল। পাশাপাশি নেতৃত্বের চাপে পারফরম্যান্সটাও ভালো হচ্ছিল না। অধিনায়ক হিসেবে কোহলির অর্জন খাটো করে দেখার সুযোগ নেই। সাদা পোশাকে কোহলির নেতৃত্বে খেলা ৬৮ ম্যাচের ৪০টিতেই জিতেছে ভারত। টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে এটাই সর্বোচ্চ জয়। কোহলির অধীনে ৯৫টি ওয়ানডে খেলে ভারত জিতেছে ৬৫টি। আর টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে জয় ৩০টি।
এরপরও কোহলিকে ব্যর্থ অধিনায়কের তকমা দেন অনেকে। যা কষ্ট দেয় ৭৪টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিককে। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পডকাস্টে কোহলি বলেন, ‘২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা জিততে পারিনি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছি, ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছি। এর পরও লোকে আমাকে ব্যর্থ অধিনায়ক বলে। দেখুন, আমি কখনোই নিজেকে ট্রফি দিয়ে বিচার করি না।’