নিজের বিয়ের পরিকল্পনা জানালেন বাবর আজম

খেলাধুলা ডেস্ক ঃ

 

বছরের শুরুতে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিয়ে করেছেন। কেএল রাহুল ও অক্ষর প্যাটেল বিয়ে করেছেন। অন্যদিকে শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো তারকারাও এ মৌসুমে বিয়ে সেরে ফেলেছেন।

এমন পরিস্থিতিতে ভক্তরা অপেক্ষায় রয়েছেন আরও কয়েকজন ক্রিকেটারের বিয়ে নিয়ে। এর মধ্যে প্রথম নাম পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। পাকিস্তানি ফ্যান থেকে শুরু করে মিডিয়াও তাদের তারকা ব্যাটসম্যানের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে মনে হচ্ছে বাবর নিজেই তাদের সবার সঙ্গে তার বিয়ের জন্য অপেক্ষা করছেন।

গত দুই মাসে পাকিস্তানি দলের চার খেলোয়াড় বিয়ে করেছেন। বাবর আজমও প্রতিটি বিয়েতে যোগ দিয়েছেন। টুইটারে ও সংবাদ সম্মেলনে প্রশ্ন করছেন, কবে বিয়ে করবেন পাকিস্তানি অধিনায়ক।

বাবর পাকিস্তানি ক্রিকেটের সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছেন এবং বিশ্বক্রিকেটেও তার একটি মর্যাদা রয়েছে। তাই স্পষ্টতই তার ভক্তরাও বাবরের বিয়ের জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষায় বাবরকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির অধিনায়কত্ব করা বাবরকে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, চুল তো সাদা হতে শুরু করল! তিনি কখন বিয়ে করবেন।

পেশোয়ারের অধিনায়কও চমকপ্রদ জবাব দেন, এটা সাদা চুল বয়সের কারণে নয়, আগে থেকেই। বিয়ের বয়সের কারণে নয়। সময় হলেই হবে। আমিও সেই সময়ের অপেক্ষায় আছি, তোমারও অপেক্ষা করা উচিত।

এ বিভাগের অন্যান্য