গুলশানে অগ্নিকাণ্ড : ফায়ার-পুলিশ সদস্যদের নিয়ন্ত্রণে ভবন
রাজধানীর গুলশানের বহুতল আবাসিক ভবনটিতে আগুনের পর বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভবনটিতে বর্তমানে কোনো বাসিন্দা নেই। আজ সোমবার সকালে গুলশান ২ এর ১০৪ নম্বর সড়কের বাড়িটির সামনে গিয়ে এ চিত্র দেখা যায়। ভবনের সামনে পুলিশ পাহারায় রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়িটির ভেতরে অবস্থান করছেন।
এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল থেকে ভবনটিতে নতুন করে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে নতুন আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোনের অঞ্চল-৩ এর উপ-পরিচালক শফিকুল ইসলাম।
এর আগে গত রাত থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফ্ল্যাট মালিক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। প্রায় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রাতে আগুন নিয়ন্ত্রণের পর ভবনটি পুলিশ ও ফ্ল্যাট মালিকদের কাছে বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস। এরপর ভবনটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ সদস্যরা।