কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের সময় ডেস্কঃ

 

কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। তিনিও বাংলাদেশি শিক্ষার্থী। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় টরোন্টোর ৪২৭-সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। সিবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

কানাডার অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন। তাদের পরিবারে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

জানা গেছে, নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারুই ও আরিয়ান দীপ্ত। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে আছেন নিবিড় কুমার দে। নিবিড় বলেছেন, ‘তিনি গাড়ি চালাচ্ছিন।’

স্থানীয় ট্রাফিক পুলিশ বলছে, উচ্চ গতিতে চলছিল গাড়িটি। ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি আছড়ে পড়ে কংক্রিটের দেয়ালে। মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন এতোটাই ছড়িয়ে পড়েছিল যে নেভাতে তাদের অনেক সময় লেগে যায়।

এ বিভাগের অন্যান্য