ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটের চ্যালেঞ্জিং স্কোর

খেলাধূলা ডেস্ক ঃ

জিতলেই ফাইনালে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের দ্বিতীয় কোয়ালিফায়ার তথা অঘোষিত ‘সেমিফাইনালে’ মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন সিলেটের দুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। তারা ৮.৫ ওভারে ৬৫ রানের ওপেনিং জুটি গড়েন। ৩০ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪০ রান করে ফেরেন শান্ত।

দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে যান পেস বোলার মাশরাফি। তিনি ১৬ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ২৮ রান করেন।

২৫ বলে ২৫ রান করেন হৃদয়। ১৩ বলে ১৬ রান করেন জাকির হাসান। মাত্র ৬ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ১৬ রান করেন রায়ান বুর্ল।

ইনিংসের শেষ দিকে ১৫ বলে ২১ রান করে রান আউট হন সিলেটের শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জর্জ লিন্ডের ১০ বলের এক চার আর দুই ছক্কার ২১ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৭ উইকেট ১৮২ হারিয়ে রানের পুঁজি পায় সিলেট।

এ বিভাগের অন্যান্য