‘আমি রোমাঞ্চিত হাথুরুসিংহে আসছে’

খেলাধুলা ডেস্ক ঃ

 

জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে শ্রীলংকান এই কোচের।

হাথুরুসিংহে দ্বিতীয় দফায় আসায় রোমাঞ্চিত বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

তিনি বলেন, আমি রোমাঞ্চিত যে আমাদের সেই আগের কোচ হাথুরুসিংহে ফের আসছেন। সে যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ।

দেশের গতিময় এই পেসার বুধবার সাংবাদিকদের বলেন, হাথুরুসিংহে আসায় নিশ্চিতভাবে তার সঙ্গে কাজ করা…. ভালো হবে। ওই সময়ে আমরা যারা তরুণ ছিলাম এখন তারা বেশ পরিণত খেলোয়াড়। দলের অবস্থাও আগেও চেয়ে ভালো।

ইংল্যান্ডের বিপক্ষে ১ মার্চ থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া দ্বিক্ষিক সিরিজে হাথুরসিংহের অধীনে খেলবে বাংলাদেশ। ঢাকায় আসার আগেই অস্ট্রেলিয়ায় থেকে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন হাথুরুসিংহে।

এমনটি জানিয়ে তাসকিন বলেন, ওনার সঙ্গে আমাদের সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন। পরিকল্পনা শেয়ার করেছেন, বোলারদের কি ভূমিকা, ব্যাটারদের কি ভূমিকা। আসলে মিটিং করবেন।

হাথুরুসিংহে আগে যখন ছিলেন তখন পেস বোলারদের তুলনামূলক বেশি গুরুত্ব দিয়েছেন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একাদশে চারজন পেসারকেও খেলিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, এখনও তো উনি আসেননি। আসলে মিটিং করলে বুঝতে পারব। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা বেশি ধারাবাহিক। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি উনি অসলে একাধিক পেসার খেলবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। যে কারণে দ্বিতীয় দফায় হাথুরুসিংহেকে ফের নিয়োগ দিয়েছে (বিসিবি)।

এ বিভাগের অন্যান্য