আজ মাঠে নামছে ব্রাজিল, অঘটন ঘটতে পারে!
খেলাধুলা ডেস্ক ঃ
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘কোনো কিছুই নিশ্চিত নয়। ফুটবল খুব সুন্দর, খুব নিষ্ঠুর!’ সৌদি আরবের বিপক্ষে হেরে আর্জেন্টাইনদের সামনে প্রকট হলো সেটা। হারের ধাক্কায় ভেঙে পড়েছে পুরো দল। ফুটবলাররা নিজেদের মধ্যে কথা বলছেন না। একসঙ্গে খেতে নামেননি মেসিরা। থমথমে পরিবেশ আর্জেন্টিনা শিবিরে। ম্যাচ শেষে বাসে ওঠার আগে মেসি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা মারা গিয়েছি।’ হতাশায় নিমজ্জিত আর্জেন্টিনার ফুটবল সমর্থকরাও। উল্টো চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-সমর্থকদের। আর্জেন্টিনার হার বেশ উপভোগ করছেন তারা। আর্জেন্টিনা নিয়ে ট্রল ও খোঁচা মেরে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
আজ রাতে মাঠে নামছে ব্রাজিল-সার্বিয়া। এই খেলাটি দেখার আগ্রহ বিশ্বজুড়ে।
এবারের বিশ্বকাপে একটার পর একটা অঘটন দেখা যাচ্ছে। তাই ক্রীড়া বিশেজ্ঞরা বলছেন আর্জেন্টিনার মতো ব্রাজিলও যদি একই ভাগ্যবরণ করে তবে অবাক হবার কিছু থাকবে না।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে এমন নজির রয়েছে। বিশ্বকাপে অঘটনের শিকার হওয়ার যন্ত্রণা ব্রাজিলেরও আছে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নিজ ঘরে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল।