গোয়াইনঘাটে ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

নিউজ ডেস্ক: গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে বখাটে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আব্দুল কাদির। সে উপজেলার লামাহাদারপার গ্রামের মরম আলীর ছেলে ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ওই যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে গোয়াইনঘাট থানায় আব্দুল কাদিরের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৮, তাং-২৮/৮/১৯।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। সেই সঙ্গে ধর্ষিতা ওই স্কুুুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশের তত্বাবধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ আগস্ট) সোমবার দুপুরে লামা হাদারপাড় এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্কুলে গিয়ে সে দেখতে পায় তার ব্যবহৃত কলমটি হারিয়ে গেছে। ফলে হারিয়ে যাওয়া কলমটি খুঁজতে ওই শিক্ষার্থী পুনরায় স্কুল থেকে বাড়ির দিকে রওয়ানা দেয়। পথিমধ্যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী বখাটে আব্দুল কাদির স্কুল ছাত্রীটিকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে নিজের বাড়িতে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও ধর্ষক আব্দুল কাদির পালিয়ে যায়। বুধবার ধর্ষক আব্দুল কাদিরকে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করেন। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিয়ে বখাটে আব্দুল কাদিরকে তাদের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে এক বখাটেকে আটক করা হয়েছে। আটক ওই ধর্ষক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৮ মাসে ৩২ লাখ টাকার মাদকদ্রব্য এবং ২৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মনতলা সীমান্ত ফাঁড়িতে ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ (পিএসসি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য প্রদান করেন।

৫৫ বিজিবি’র অধিনায়ক এম জাহিদুর রশীদ জানান, অবৈধ ভাবে দেশে চা পাতা, মাদক , নারী ও শিশু পাচার রোধ করতে ৫৫ বিজিবি সর্তক অবস্থায় রয়েছে। ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৫৫ বিজিবি ৮৯৬ বোতল ভারতীয় মদ, ৩৭৫ কেজি ভারতীয় গাঁজা, ৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৩ বোতল ভারতীয় বিয়ার, ৪৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল ,৩ হাজার ১ শ ৯৪ কেজি ভারতীয় চা পাতা , ১ টি গরু, ২ হাজার ৮ শ পিস ভারতীয় আতশবাজি , ১ টি মোটর সাইকেল,২ টি অটোরিকশা (সিএনজি), ১ টি ট্রাক জব্দ করে।

এসময় তিনি বলেন, সীমান্তে চা পাতা, মাদক প্রতিরোধে বিজিবি কাজ করছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য