৬৭ হাজার শিশুকে ‘হেলথ কার্ড’ দিবে সিসিক

নিউজ ডেস্ক: স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। শিশুদের ‘হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে সিসিক।

জানা গেছে, সিলেট নগরীর ৬৭ হাজার শিশুকে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ইতিমধ্যেই শিশু শিক্ষার্থীদের হেলথ কার্ড প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। নগরীর আখালিয়াস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হেলথ কার্ড প্রদান করা হয়। সিলেট সিটি করপোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হেলথ কার্ড চালু আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। চলতি বছর সেই স্বপ্নের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলো মাত্র। ধারাবাহিকভাবে নগরীর ৬৭ হাজার শিশুকে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। বিশ্বের উন্নত দেশের মতো এই হেলথ কার্ডে ব্লাড গ্রুপ থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের তথ্য থাকবে। নবজাতক শিশুদেরও আমরা হেলথ কার্ড প্রদান করবো।

এ বিভাগের অন্যান্য