সোবহানীঘাটে সিএনজি স্টেশনে আগুন

নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাটস্থ সুরমা সিএনজি কনভার্সন এন্ড ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে।

সুরমা সিএনজি কনভার্শন এন্ড ফিলিং স্টেশনের ম্যানেজার তারেক আহমদ জানান, স্টেশনের কম্প্রেসার মেশিনে হঠাৎ করে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ৩টি ইউনিট দ্রুত ছুটে আসে।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মুজিবুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, সিএনজি স্টেশনের ম্যানেজার তারেক আহমদ দাবি করেছেন, কম্প্রেসার মেশিনে আগুনে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা হতে পারে। তবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব মেলানো সম্ভব নয়।

এ বিভাগের অন্যান্য